ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নির্বাচন কমিশন প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের স্বচ্ছ ব্যালট বাক্স পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা অঞ্চলে পাঠানো হয়েছে ব্যালট বাক্স।
Advertisement
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের প্রস্তুতি পুরোপুরি শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে কমিশনের আঞ্চলিক অফিসগুলোয় পাঠানো শুরু হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
ঢাকার পর দ্বিতীয় ধাপে ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে এবং ধাপে ধাপে অন্যান্য অঞ্চলেও এই সামগ্রী পাঠানো হবে বলে জানান অশোক।
Advertisement
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিন লাখেরও বেশি ব্যালট বাক্স ব্যবহার করা হবে। এগুলোর মধ্যে নতুন করে ৮০ হাজার কেনা হয়েছে।
অশোক কুমার দেবনাথ বলেন, এবার নির্বাচনী ব্যয় বাড়ার সম্ভাবনা আছে। সম্ভাব্য বাজেট হতে পারে এক হাজার ৪৪৫ কোটি টাকা।
দুর্গাপূজার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর নির্বাচনের বাজেট পুরোপুরি ঠিক করা হবে বলে জানান অশোক।
Advertisement