ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ১৫ অক্টোবর ২০২৩ : নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হলে নির্বাচন কমিশন (ইসি) তাতে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
Advertisement
রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সব নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন চায় বলেও জানান এই নির্বাচন কমিশনার।
নির্বাচনের সময় ইসির নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে উল্লেখ করেন তিনি।
নির্বাচন নিয়ে কমিশন কোনো দুশ্চিন্তায় নেই উল্লেখ করে কমিশনার আলমগীর জানান, তফসিল ঘোষণার পর আগের মামলায় কাউকে আটক না করার নির্দেশনা রয়েছে।
Advertisement
নির্বাচন কমিশনার আলমগীর আরও বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো হাতে সময় পাবে ৪৫ দিন। তফসিল ঘোষণার পর যেন রাজনৈতিক হয়রানি না করা হয় ইসি থেকে সে নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচনের সময় ইসির নির্দেশে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। ইসি রোডম্যাপ অনুযায়ী সব কাজ গুছিয়ে নিয়েছে। এছাড়া, এখন পর্যন্ত ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে তাই ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান মো.আলমগীর।
এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণা হবে নভেম্বরে, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি দেবে নির্বাচন কমিশন। ৩০ থেকে ৩৫ দেশের নির্বাচন পর্যবেক্ষকরা আসবেন।