বিরল শনির অমাবস্যার সূর্যগ্রহণ আজ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ : আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হবে আজ (১৪ অক্টোবর)। সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর রিং বা বলয় দেখা যাবে। এই বলয়কে ‘রিং অফ ফায়ার’ও বলা হয়ে থাকে।

Advertisement

অমাবস্যার সময়ে সূর্যগ্রহণের ঘটনা বেশ বিরল। এর আগে ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল। আজ শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে।

তবে বাংলাদেশ থেকে দেখা যাবে না এ সূর্যগ্রহণ। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

Advertisement

 

এ বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ এটি। এ বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলেও সেটিও বাংলাদেশ থেকে দেখা যায়নি।

আজকের গ্রহণটি শুরু হবে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট থেকে পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট ১০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে নিকারাগুয়ার মানকি পয়েন্ট থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে দুপুর ১২টা ২৭ মিনিট ৪ সেকেন্ডে।

Advertisement

আর গ্রহণটি শেষ হবে ব্রাজিলের বাহিয়ার রাজ্যের জাবোরান্দি শহরে বিকেল ৫টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।