ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে যে রেল মাওয়া থেকে ভাঙা যাত্রা করবে, তাতে প্রধান চালকের ভূমিকায় থাকবেন রবিউল ইসলাম। এই যাত্রা তার কাছে পুরো জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।
Advertisement
রাইজিংবিডিকে রবিউল বলেন, ‘এইদিনের জন্য অপেক্ষা করছিলাম। একটা আক্ষেপ ছিলো স্বপ্নের সেতু হয়ে রেল চালাতে পারবো কি না। এখন তা বাস্তব।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে রেল চালাবো এটা আমার কাছে ঐতিহাসিক দিন। আমর কাছে যে কি ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না।
১১৪ কিলোমিটার গতিতে এই লাইনে ট্রেন চালানোর অনুমতি রয়েছে জানিয়ে রেলের এই চালক বলেন, আজকে ৫০ কিলোমিটার বেগে ট্রেন চলবে বলে আশা করি। এতে ৫০ মিনিটের মতো সময় লাগতে পারে।
Advertisement
মাওয়া-ভাঙা ট্রেন চলাচলের জন্য একটি অতিরিক্ত ইঞ্জিনও যাবে সাথে সাথে।
রবিউল ইসলামের সঙ্গে তার সহযোগী চালক হিসেবে থাকবে আবুল কাশেম। এছাড়া সহকারী চালক হিসেবে রয়েছেন আরও ৩ জন। এছাড়া অতিরিক্ত ইঞ্জিনে আরও দুজন চালক রয়েছেন।
Advertisement
স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙা অংশে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) রেল চলাচল উদ্বোধন করবেন প্রদানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তিনি ১১টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তের সুধী সমাবেশে স্থলে এসে পৌঁছেছেন। এই অনুষ্ঠান শেষে তিনি ট্রেনে চড়ে ভাঙা স্টেশনে যাবেন।
দুপুর ২টায় তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বক্তব্য রাখবেন।