জাপার প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমানের ইন্তেকাল

SHARE

5015লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের টানা ৭ বারের নির্বাচিত সাবেক সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার ভোরে উত্তরায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার তিন ছেলের মধ্যে বড় ছেলে মোস্তাক জামান বাবলু একজন সফল ব্যবসায়ী, মেজ ছেলে শামীম কামাল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, ছোট ছেলে ব্যারিস্টার ফাহমিদ সরওয়ার। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছোট ভাই আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, প্রবীণ এ নেতার মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হবে। আজ বিকেলের তার মরদেহ আদিতমারী পৌঁছাতে পারে। এরপর আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।