ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ : সম্প্রতি নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে চূড়ান্তভাবে নিবন্ধন পেয়েছে দুটি দল। তারই মধ্যে একটি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। হঠাৎ পাওয়া নিবন্ধনের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচনেই ২শ’র বেশি প্রার্থী দিতে চায় বিএসপি।
Advertisement
২০১৯ এর ১১ জানুয়ারি গঠিত হয় বিএসপি। ২০২৩ এর ১০ আগস্ট নিবন্ধন পাওয়া দলটি ইতোমধ্যেই ছয়টি দল নিয়ে গঠিত করেছে নতুন জোট একটি পার্টি। যার নাম দেয়া হয়েছে ‘লিবারেল ইসলামিক জোট’। নির্বাচন কমিশনে দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা রাজধানীর মিরপুর-১ এর শাহ আলীবাগের এক ভবন।
প্রধান ফটকে সাইনবোর্ড লাগানো থাকলেও স্থানীয়দের কাছে এটি খানকা শরিফ নামেই পরিচিত। জোটটিতে বাংলাদেশ সুপ্রিম পার্টি ছাড়া বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশিক্কীনে আউলিয়া পরিষদ, বাংলাদেশ জনদল, কৃষক শ্রমিক পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি।
Advertisement
দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে ২শ’র বেশি আসনে একতারা প্রতীকে প্রার্থী দিবেন তারা। বর্তমানে প্রতিযোগিতা করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে।
নির্বাচনকালীন সরকার পক্ষপাত নিয়ে তিনি আরও বলেন, আপাতত সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা ছয় দলের নতুন জোট তৈরি করেছি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী দেয়া হবে এই জোট থেকেই। সরকারের প্রচ্ছন্ন ছায়া আছে দলটির ওপর গুঞ্জনকেও ভিত্তিহীন দাবি তার।
Advertisement
তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমাদের দল। আমাদের কথা যদি কোনো দলের পক্ষে যায় তাহলে আমার কিছু করার নেই। আমার কথা এবং আমার আদর্শ নিয়ে আমি আমার কাজ করে যাবো।