মার্চে বাজারে আসছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রামের মিরসরাই প্রতিনিধি, রোববার,০৮ অক্টোবর ২০২৩ : চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরের ১০০ একর জমিতে স্থাপন করা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি কারখানা। বিনিয়োগকারীরা বলছেন, আগামী মার্চ থেকেই দেশের বাজারে মিলবে এই গাড়ি। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে বৈদ্যুতিক গাড়ি।

Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমির একাংশের ওপর গড়ে তোলা হচ্ছে বৈদ্যুতিক গাড়ির কারখানা। এতে ১ হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগ করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

Advertisement

কারখানায় তৈরি হবে চার চাকা, তিন চাকা ও দুই চাকার গাড়ি। থাকবে সেডান কার থেকে শুরু করে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি। একইসঙ্গে গাড়িতে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি, মোটর ও চার্জার কারখানাও তৈরি হচ্ছে এখানে। কারখানার অবকাঠামো নির্মাণ শেষ, এখন চলছে যন্ত্রপাতি স্থাপনের কাজ।

Advertisement

অনেক কম দামে ক্রেতারা এসব গাড়ি কিনতে পারবেন। জ্বালানি খরচ হবে দশ ভাগের একভাগ। সম্প্রতি কারখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। তার আশা, পরিবেশবান্ধব এসব গাড়ি তৈরি হলে সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা। বৈদ্যুতিক গাড়িদেশের পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা সংশ্লিষ্টদের।