ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,৭ অক্টোবর ২০২৩ : সম্পত্তির লোভে বাবাকে গামছা দিয়ে প্রথমে শ্বাষরোধ করে হত্যা। তারপর দুই সন্তান মিলে মরদেহকে করে দশ টুকরো। যার এক একটি টুকরো ফেলে দেয়া হয় এক এক জায়গায়। চট্টগ্রামের হাসান আলী হত্যার মূল পরিকল্পনাকারী তার ছোট সন্তান জাহাঙ্গীরকে আটকের পর এসব তথ্য জানায় পিবিআই।
Advertisement
নিজ হাতে বাবাকে হত্যার পর দশ টুকরো করে মাথার পতেঙ্গা সমুদ্র পাড়ের যে জায়গায় ফেলে গিয়েছিলো জাহাঙ্গীর সেখানেই খোঁজ করছে পিবিআই।
Advertisement
জাহাঙ্গীর জানায়, বড় ভাই মোস্তাফিজকে বাঁচাতেই সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিতে আত্মগোপনে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। তবে তৃতীয় দফার সন্ধানেও মেলেনি মাথার অংশ। এর আগে জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে সঙ্গে নিয়ে দুই দফা মাথার সন্ধান করা হয়।
তদন্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, বাবা ২৮ বছর পর ফিরে এসে বাড়ির ভিটে বিক্রি করে দিতে চেয়েছিলো। মায়ের জন্য কালো জাদু করেছিলো এমন ভ্রান্ত ধারনা থেকেই বাবার প্রতি ক্ষোভ জন্মে দুই সন্তানের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দেয় জাহাঙ্গীর।
Advertisement
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর বাবা হাসান আলীকে ছোট ছেলে জাহাঙ্গীর তার আকমল আলী রোডের বাসায় নিয়ে আসেন। পরে সেখানে ২০ সেপ্টেম্বর সকালে হত্যা করা হয়। তারপর ২১ সেপ্টেম্বর রাতে মরদেহ দশ টুকরো করা হয়। পরে তা নগরীর বিভিন্ন জায়গায় ফেলে দেয়া হয়। এই ঘটনায় হাসান আলীর স্ত্রী, দুই সন্তান ও ছোট সন্তানের স্ত্রী আনারকলি আটক রয়েছে।