নারীদের ‘টোপ’ বানিয়ে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৯ (ভিডিও)

SHARE

 

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ : একটি মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৩। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা নারীদের টোপ বানিয়ে পরিকল্পিতভাবে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করত। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-চক্রের মূলহোতা শামীম হোসেন নাঈম, শান্ত মিয়া, সাইদুল ইসলাম, দুলাল হোসেন, রাকিব ইসলাম, সুমন সরকার, মিঠুন মিয়া, সাইফুল ইসলাম মুন্না ও লিটন মিয়া ওরফে আকাশ।

Advertisement

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে রামপুরা এলাকার আলোচিত মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা শামীম হোসেনসহ নয়জনকে গ্রেফতার করা হয়। আটকরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তারা যোগসাজশে দীর্ঘদিন ধরে টার্গেট ব্যক্তিকে রাজধানীর বিভিন্ন এলাকায় কৌশলে নারীদের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত করার কথা বলত। এরপর টার্গেটকে পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে ভিকটিমদের নিয়ে যেত।

Advertisement

পরে ভিকটিমদের একটি কক্ষে নিয়ে তার অশ্লীল ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ জোরপূর্বক আটক রেখে নির্যাতন করত। এ ছাড়াও বিভিন্ন ভয়ভীতি এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করে আসছিল।