প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলেন মা, ঘুমন্ত শিশুকে নিয়ে গেল চোর

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুন্সিগঞ্জ প্রতিনিধি ,শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ : মুন্সিগঞ্জের মিরকাদিমে আযান নামের দুই মাস বয়সী এক শিশুকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুরি হওয়া শিশুর মামা মো. মুক্তার হোসেন মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু আযান সেখানকার স্থানীয় বাসিন্দা মো. শরীফের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা শ্রাবণী বেগম তার দুই মাস বয়সী ছেলে আযানকে ঘুমন্ত অবস্থায় বসতঘরে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়।

এ সময় ঘরের ভেতর কেউ না থাকার সুযোগে শিশুটিকে চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আশেপাশের প্রতিবেশীরা ঘুমন্ত অবস্থায় থাকায় আর ঘরের দরজা খোলা থাকায় সহজেই শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

Advertisement

পরে শিশুটির মা শ্রাবণী বেগম ঘরে এসে দেখেন শিশুটি আর ঘরে নেই। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে শিশুটিকে খোঁজাখুঁজি করা হলেও কোনও সন্ধান না মেলায় পুলিশকে খবর দেয় শিশুটির স্বজনরা। এ ঘটনায় নিখোঁজ শিশুটির পরিবারের সময় কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠের মধ্য দিয়ে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত শিশুটিকে ফিরে পাওয়ার দাবি স্বজনদের।

শিশুটির মা শ্রাবণী বেগম জানান, মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘুমন্ত অবস্থায় ঘর থেকে চুরি করা হয় শিশুটিকে এরপর থেকেই নিখোঁজ রয়েছে শিশুটি। এদিকে শিশুটি নিখোঁজের ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। অন্যদিকে শিশুটি ছবি দেখিয়ে বিভিন্ন স্থানে সন্ধান চালাচ্ছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ শিশু আযানের মামা মো. মোক্তার জানান, আমাদের সঙ্গে পারিবারিকভাবে কারো কোনও বিরোধ ছিল না কখনো। কেউ আমার ভাগ্নেকে পরিকল্পিতভাবে চুরি করেছে। আমরা দ্রুত শিশুটিকে ফিরে পেতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে সহযোগিতা করলে হয়তো আমরা শিশুটিকে সুস্থ অবস্থায় ফিরে পাবো।

Advertisement

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী শিশুটির সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে এ ঘটনায় একদিন পেরিয়ে গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি।

বাচ্চার ছবিটি কাল্পনিক