মেঘনায় নিজাম হত্যা মামলার ১নং আসামী কাইয়ুম গ্রেফতার, ৭ দিনের রিমান্ডরে আবেদন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ : কুমিল্লার মেঘনা উপজেলায় নিজাম হত্যা মামলার ১নং আসামী জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইন সহ এ পর্যন্ত ৭ আসামী গ্রেপ্তার ।

Advertisement

৪ আসামী আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে এবং কাইয়ুম হোসাইন সহ অন্য আসামীদের আজ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা (তদন্ত) মোঃ বিল্লাল হোসেন। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ দেলোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় কুমিল্লা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায়
সহকারী পুলিশ সুপার(হোমনা-মেঘনা সার্কেল) মীর মুহসীন মাসুদ রানা মামলার তদন্তকারী কর্মকর্তা মেঘনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ পরিদর্শক মোঃ হাক্কানী বিল্লাহ, মোঃ তোফায়েল আহম্মেদ,সহকারী উপ পরিদর্শক মোঃ লিমন মিয়াসহ ডিএমপি ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সাইফ, খিলগাঁও জোনাল টিম, মতিঝিল বিভাগ এর নেতৃত্বে একটি চৌকস দলের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর আজিমপুর এলাকা থেক গতকাল সোমবার মামলার এজাহার ভুক্ত আসামী দুলাল (৪৮) কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মেঘনা থানার আরো একটি টিমজেলার অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামানের তত্ত্বাবধানে ঢাকা মহানগরীর জুরাইন এলাকায় সাড়াঁশী অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনায় নেতৃত্বদানকারী মূল হোতা মোঃ কাইয়ুম হোসাইন (৩৫)কে গ্রেপ্তার করে।

Advertisement

আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এর আগে মামলা এজাহার ভুক্ত আরো ৬ আসামীকে গ্রেয় করা হয়েছে । গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। এ বিষয়ে ওসি বলেন মামলার এজাহারভুক্ত অন্যান্য জড়িত আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত।
উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম সরকার নিহত হয়। এ ঘটনায় মেঘনা থানায় নিহতের ভাই টিটু মিয়া বাদী হয়ে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Advertisement