নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বিএনপির (ভিডিও)

SHARE

 

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ : ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ‘লজ্জাহীন বক্তব্য’ বন্ধ করে, দ্রুত নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানালেন বিএনপি নেতারা। আমিন বাজারে এক সমাবেশে তারা এ দাবি জানান।

Advertisement

এদিকে প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভিসা নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র থাকবে কিনা তা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে।

বুধবার গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সমাবেশের মূল দাবি ছিলো বর্তমান সরকারের পতন ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। সমাবেশে আশপাশের এলাকা থেকে মিছিল স্লোগান নিয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। আমিন বাজার থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত ছাড়িয়ে যায় সমাবেশের সীমানা।

সমাবেশে বিএনপি নেতারা মার্কিন ভিসা নিষেধাজ্ঞাকে দেশের জন্য অপমান বলে মন্তব্য করেন। তাদের দাবি সরকার ভয়াবহ চাপে পড়লেও তা স্বীকার করছে না।

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলছে। আর বাইরে মাইকের সামনে বলছে, এইসব স্যাংশন এই সব রেস্ট্রিকশন আমরা পরোয়া করি না। পরোয়া না করলে সবাই সারাদিন এই ব্যাপারে কথা বলছেন কেন?

সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন দলটির নেতারা।

এদিকে সকালে বিএনপির প্রয়াত নেতা আ সম হান্নান শাহর স্মরন সভায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব বলেন; মার্কিন ভিসা নিষেধাজ্ঞার জন্য সরকার প্রধান দায়ী।

তিনি বলেন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র থাকবে কিনা তা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে।

Advertisement

সরকার বাংলাদেশকে বিদেশীদেরর মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।