ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দ পাওয়া বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement
সোমবার (২৫ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের আবাসিকতা লাভ, বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা-২০২১-এর ১৭ নম্বর ধারা অনুযায়ী বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা হলে আসন পাবে না। তারা অতিদ্রুত হলের সিট ছেড়ে দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হলের যেসব ছাত্রীর মাস্টার্সের ফল প্রকাশিত হয়েছে তাদেরও অতিদ্রুত হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো মানোন্নয়ন (মাস্টার্স) পরীক্ষার্থী বা এম.ফিল ছাত্রী হলে থাকতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Advertisement
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে হঠাৎ করে নোটিশ জারি করে আমাদের হল ছেড়ে দেওয়ার জন্য বলছে। বিয়ে করা তো কোনো খারাপ কাজ না। তাছাড়া আমার স্বামী থাকে মফস্বল শহরে, আমি হল ছেড়ে দিলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর পড়াশোনায় প্রতিবন্ধকতা তৈরি করবে নাকি!
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, হলের বিধিমালার ১৭ নম্বর ধারা অনুযায়ী কোনো বিবাহিত ছাত্রী হলে সিটের আবেদন করতে পারবেন না। আমরা বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে আমরা হলে সিট পাওয়া ছাত্রীদের তালিকা প্রকাশ করেছি। শিক্ষার্থীরা সিটে উঠতে নানা ধরণের বিড়ম্বনার শিকার হচ্ছে। অধিকাংশের পড়াশোনা শেষ হওয়ার পরও তারা সিট ছাড়ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রী আছেন যাদের বাবা-মা নেই। তারা হলের সিটের জন্য কান্নাকাটি করে। প্রকৃতপক্ষে এসব ছাত্রীদের সিট প্রয়োজন। হলে অনেকে বিবাহিত মেয়েরা আছে যাদের পরিবারের সামর্থ্য আছে বাইরে থাকার মতো। প্রয়োজনে তারা আমাদের কাছ থেকে হল ছাড়তে সময় চাইতে পারেন। আমরা সেটি বিবেচনা করব।