ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রামের পাঁচলাইশ প্রতিনিধি ,সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার আওতাধীন সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়েছেন এক রহস্যসময় নারী। অভিযুক্ত ওই নারীর খোঁজে গত ১৫ দিন ধরে পুলিশ ব্যাপক তৎপড়তা চালিয়ে গেলেও এখনো তার সন্ধান মিলেনি। চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ওই নারী।
Advertisement
গত ১২ সেপ্টেম্বর নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার ১০৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা ঘটে। এর দুইদিন পর থানায় মামলা হয়। ওই বাসায় ভাগ্নেকে নিয়ে বসবাস করেন ভুক্তভোগী হামিদা বেগম। তার সন্তানরা সবাই থাকেন দেশের বাইরে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আমেরিকা প্রবাসী মেয়ের বান্ধবী পরিচয় দিয়ে ওই বাসায় প্রবেশ করেন আনুমানিক ৪০/৪৫ বছর বয়সী এক নারী। বাসায় ঢুকে গৃহকর্তীকে নানা কথা বলে অনেকটা সম্মোহিত করে ফেলেন তিনি। এক পর্যায়ে নাম না জানা ওই নারী তার কাছে থাকা বিপুল পরিমাণ মার্কিন ডলার গৃহকর্তীর আলমিরাতে রাখার কথা বলেন এবং আলমিরা খুলে দিতে বলেন। গৃহকর্তী আলমিরা খুললে ওই নারী আলমিরা থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে কৌশলে পালিয়ে যান।
Advertisement
গৃহকর্তী হামিদা বেগম জানান, আমি কিভাবে এই নারীর কথায় সব খুলে দিলাম কিছুই বুঝতে পারছি না। এই নারী আমার মেয়ের বান্ধবী পরিচয় দিয়ে আমার সাথে আলাপ জমানোর চেষ্ঠা করে। এক পর্যায়ে আমাকে সম্মোহিত করে ফেলে। এক সময় আমি তার কথা মতো আলমিরা খুলে দিলে সে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, মামলা হওয়ার পর এই চক্রের সঙ্গে জড়িত দুই জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা ওই নারীকে গ্রেপ্তার করা যায়নি।
Advertisement
পুলিশ জানায় চক্রটি দেশের বিভিন্নস্থানে এভাবেই নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে আসছে। অভিযুক্ত নারীসহ এই চক্রের সবাইকে গ্রেপ্তারে পুলিশের চেষ্ঠা অব্যাহত আছে।