চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত আটক

SHARE

4045চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০) ও আতিকুল ইসলাম (২৭) এবং আনারপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নন্দলালপুর গ্রামে অভিযান চালিয়ে আতিকুলের বাড়ি থেকে জহিরুল, দেলোয়ার ও আতিকুলকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।