পারিবারিক বিরোধের জের ধরে অপহরণের পর শিশু রিহানকে হত্যা করে ফেলে দেয় মেঘনা নদীতে

SHARE

গ্রেপ্তার ৩ আসামি। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নরসিংদী প্রতিনিধি ,শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ : কুমিল্লা থেকে রিহান নামের এক শিশু শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা করে লাশ ফেলে দেয়া হয় নরসিংদীর মেঘনা নদীতে। এ ঘটনায় দায়ের করা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিহত  রিহান কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়ার ছেলে।

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুজানগর গ্রামের সুজন মিয়ার ছেলে ইমরান (২৮), জগন্নাথপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মোস্তফা (৩২) ও রুবেল (২৫)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর শাকতলা এলাকায় র‌্যাব-১১ সিপিসি-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রিহান (১১) স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। গত ১০ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। অপহরণকারীরা তাকে নরসিংদীতে নিয়ে হত্যা করে লাশ মেঘনা নদীতে ফেলে দেয়। ওইদিন রাতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মেঘনা নদীর খাইল্লারচর এলাকায় পানিতে ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই শিশুর ছবিসহ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন নরসিংদী গিয়ে লাশ শনাক্ত করেন।

শিশু রিহানের বাবা শাহজাহান মিয়া জানান, পারিবারিক বিরোধের জের ধরে তার একমাত্র শিশুপুত্রকে অপহরণ করে নরসিংদী এলাকায় নিয়ে নির্মম ভাবে হত্যা করে লাশ মেঘনায় ফেলে দেয়া হয়। এ ঘটনায় তিনি মামলা দায়ের করতে গিয়ে নানা হয়রানির শিকার হয়েছেন। নরসিংদীর পুলিশ বলছে, কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করতে আবার কোতোয়ালি থানার পুলিশ বলছে নরসিংদী থানায় মামলা করতে। অবশেষে বুধবার (১৩ সেপ্টেম্বর) নরসিংদীর রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি ছেলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Advertisement

কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নরসিংদীর রায়পুরা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Advertisement