সাংবাদিককে ঘর থেকে এনে মামলা দেয়ায়,তারাগঞ্জ থানার ওসিকে দিনাজপুরে স্ট্যান্ড রিলিজ

SHARE

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি ,বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ : অবশেষে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে দিনাজপুর জেলা পুলিশ লাইন্সে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার ডিবি অ্যান্ড মিডিয়া মো. ইফতেখায়ের আলম।

Advertisement

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে যৌতুকের মামলায় আদালত কর্তৃক দেয়া কারাদন্ড প্রদান করা আসামিকে গ্রেপ্তার না করায় এসপির কাছে লিখিত অভিযোগ দায়ের করা সংক্রান্ত খবর প্রকাশ করায় সাংবাদিক আশরাফুল ইসলামকে বাসা থেকে থানায় ধরে নিয়ে এসে একটি অভিযোগ তৈরি করিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়ার ঘটনায় ওসির বিরুদ্ধে ব্যবস্থা।

এ সংক্রান্ত খবর গত ৯ সেপ্টেম্বর দৈনিক সংবাদের প্রথম পাতায় প্রকাশিত হলে রংপুরসহ সারা দেশে তোলপাড় শুরু হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর অবশেষে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেয়া হয়। এ ছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ ওসি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পেয়েছে বলে জানা গেছে। এদিকে ওসির বদলির আদেশ হওয়ার পর আরও অনেক ঘটনা জানাজানি হচ্ছে। বিশেষ করে রুপম নামে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে ওসির সখ্য তার দ্বারা বিভিন্ন টাকা আদায়সহ কর্মকান্ডের বিষয়টিও ফাঁস হয়ে গেছে। তারাগঞ্জ থানার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছে ওসি মোস্তাফিজার রহমানের আগে গাইবান্ধার একটি থানা সর্বশেষ রংপুর সদর থানায় ওসির দায়িত্ব পালন করার সময় পুলিশ কনস্টেবল রুপমকে তার সঙ্গেই রাখতেন। তিনি যেখানেই বদলি হয়ে যেতেন সেখানে কনস্টেবল রুপমকে বদলি করিয়ে তার সঙ্গেই রাখতেন। তারাগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করার পর পরই কনস্টেবল রুপমকেও সেখানে বদলি করে নিয়ে আসেন।

Advertisement

ওসির সঙ্গে কনস্টেবল রুপমের বেশি মাখামাখি বিভিন্ন মামলার তদবির থেকে শুরু করে সব কাজেই তার দ্বারাই সব দায়িত্ব পালন করানোর ঘটনা তারাগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে নেয়া হলে কনস্টেবল রুপমকে অন্যত্র বদলির আদেশ দেয়া হলেও ওসি তাকে রিলিজ না দিয়ে বরং বদলির আদেশ স্টে করার অপচেষ্টা করেন। এ ব্যাপারে রংপুর জেলা পুলিশের দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কনস্টেবল রুপমের বিষয়টি এবং ওসির সঙ্গে তার সখ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানান।

সর্বশেষ গত সোমবার তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে তারাগঞ্জ থানার ঘনিরামপুর তেলিপাড়া গ্রামের বৃদ্ধ মজিবর রহমান তার কাছে ওসি মোস্তাফিজার রহমান দশ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে রংপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন। অভিযোগে জমিজমা সংক্রান্ত একটি বিরোধের ঘটনা থানার ওসি ঘটনা মীমাংসা করার কথা বলে দিনের পর দিন তাকে ঘোরাতে থাকেন শেষ পর্যন্ত দশ হাজার টাকা না দিলে তার কাজ হবে না বলে জানিয়ে দেন। সে টাকা দিতে অস্বিকার করায় বৃদ্ধ মজিবর রহমানকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করেন বলে লিখিত অভিযোগে জানা গেছে।

Advertisement