Advertisement
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ১২ বছরের জুনায়েদ মোল্লা KU-284 কুয়েত এয়ার লাইন্সে উঠে পরলে নজরে আসে কতৃপক্ষের। পাসপোর্ট বোর্ডিং বাস এমনকি সাথে অভিভাবক না থাকায় পরে শিশুটিকে তুলে দেয়া হয় এভিয়েশন সিকিউরিটির কাছে।
কুয়েত এয়ার ওয়েজের স্টেশন ম্যানেজার বলেন, আমাদের ফ্লাইট আজকে ফুল যাত্রী ছিল। শিশুটি যখন তার সিট খুঁজে পাচ্ছিল না তখন এয়ার হোস্টদের বিষয়টি নজরে আসে। পরে তাকে জিজ্ঞেস করা হলে কোন কাগজপত্র পাওয়া যায়নি।
Advertisement
জানা গেছে, কৌতুহলবশত শিশু জুনায়েদ চড়ে বসে বিমানে। তবে প্রশ্ন উঠে এতো নিরাপত্তা চৌকি এড়িয়ে কোনো কিছু ছাড়াই কি করে বিমানবন্দরে ঢ়ুকে পরে শিশুটি।
বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া জানান, শিশুটি বর্তমানে থানায় রয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
Advertisement
এর আগে ২০১৮ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট-ভিসা ছাড়াই পুলিশের এক কর্মকর্তা বিমানে উঠে বসেন। সে সময় এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়।