বিদ্রোহ করলে আনসারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, চূড়ান্ত অনুমোদন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ : আনসার ব্যাটেলিয়নে বিদ্রোহ বা ষড়যন্ত্র করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটেলিয়ান আইন-২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক প্রেস বিফ্রিংয়ে তথ্য জানান।

Advertisement

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্রোহে প্ররোচনা, উপস্থিত থাকা, বিদ্রোহের তথ্য থাকলে অবহিত না করা এমন ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেয়ার মত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।

Advertisement

এছাড়া সরকারি বা ব্যাটালিয়নের সম্পদ চুরি, প্যারেডে অনুপস্থিত থাকা, বিনা নোটিশে অফিসে অনুপস্থিতির জন্যও আলাদা সাজার বিধান রাখা হয়েছে নতুন আইনে।

Advertisement

তিনি আরও বলেন, ছোট অপরাধের জন্য ডিজির নেতৃত্ব বিচার হবে এবং বড় অপরাধে প্রচলিত আইনে বিচার হবে।

এর আগে গত বছরের ২৮ মার্চ ‘আনসার ব্যাটালিয়ন আইন-২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।