২৪ ঘণ্টায় ২২৮০৫ গাড়ি থেকে টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ : উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার এই সড়ক দিয়ে যান চলাচল করেছে মোট ২২ হাজার ৮০৫টি। তার মধ্যে ৯০ শতাংশই ছিল প্রাইভেট কার। আর এ থেকে টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

Advertisement

সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার।

তিনি জানান, প্রথম দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেট পর্যন্ত চলাচল করা গাড়ির সংখ্যাই ১২ হাজার ২৪২টি।

Advertisement

এছাড়াও কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেটে গেছে দুই হাজার ৪২৫টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা গেছে দুই হাজার ৮৯২টি এবং ফার্মগেট থেকে মহাখালী-বনানী-কুড়িল হয়ে কাওলা পাঁচ হাজার ২৪৬টি যানবাহন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে  এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ছয়টা থেকে সড়কটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।

Advertisement

উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।