ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুর প্রতিনিধি ,শনিবার, ২৬ আগস্ট ২০২৩ : অব্যাহত ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে চতুর্থ দফায় বেড়েছে লালমনিরহাটের তিস্তার পানি। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তিস্তা সংলগ্ন এলাকায়।
Advertisement
শনিবার সকাল ৬টা থেকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে তিস্তা পারের ৫৩টি চরের নিম্নাঞ্চলে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় ৩০ হাজার পরিবার। এখনও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, শনিবার বিকাল নাগাদ জেলার পাঁচ উপজেলার ৫৩টি চরাঞ্চলসহ নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিতে পারে। তবে পানি দ্রুত নেমে গেলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
Advertisement
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ গণমাধ্যমকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পানিবন্দী পরিবারদের তালিকা করে দেয়া হয়েছে। তালিকা হয়ে গেলে শুকনো খাবার বিতরণ করা হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়া হয়েছে।
এদিকে তিস্তার গজলডোবা ব্যারেজ দিয়ে রেকর্ড পরিমাণ পানি ছেড়েছে ভারত। শুক্রবার সকাল ছয়টা থেকে বিকেল চারটার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ দুই লাখ এক হাজার ৬৪৭ কিউসেক পানি বাংলাদেশের দিকে ছাড়া হয়েছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তিস্তা সংলগ্ন এলাকায়।
Advertisement
শুক্রবার সকাল ৯টায় ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টায় বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকেল তিনটায় পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।