প্রিগোজিনের উড়োজাহাজটি হঠাৎই খাড়া নেমে যায় ৮ হাজার ফুট, প্রিগোজিন নিহত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ : ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ অন্তত ১০ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৩ আগস্ট) রুশ উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর পর প্রিগোজিনের নিহত হওয়ার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

Advertisement

রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ৩০ সেকেন্ড আগেও উড়োজাহাজটি ভালো অবস্থায় ছিল। এর পর আকস্মিক উড়োজাহাজটি তার উড্ডয়নের উচ্চতা ২৮ হাজার ফুট থেকে খাড়া ভাবে আট হাজার ফুট নেমে যায়। এমনটি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ফ্লাইটরাডার২৪ এর শীর্ষ কর্মকর্তা আন পেটচেনিক। তিনি বলেন, যা ঘটেছে তা খুবই দ্রুততম সময়ে ঘটেছে। এমন আকস্মিক পতনের আগে উড়োজাহাজটিতে তেমন সমস্যা ছিল না। প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটির সম্মুখভাগ পুরোপুরি খাড়াভাবে নিচের দিকে নেমে যাচ্ছে আর এর পেছনে আগুনের কুণ্ডলী। এতে মোট আসন সংখ্যা ছিল ১৩।

সংশ্লিষ্ট বিভিন্ন রুশ কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজে তিনজন ক্রুসহ ১০ জন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। আর দ্য মস্কো টাইমস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলেছে, রাশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচল সংস্থার পক্ষ থেকে বিধ্বস্ত উড়োজাহাজের আরোহী হিসেবে প্রিগোজিনের থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

মস্কো টাইমস আরও বলেছে, ওয়াগনার সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে প্রিগোজিনের মরদেহ পাওয়ার দাবি করেছে। কিন্তু মস্কো টাইমস নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

Advertisement

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। সিরিয়া, লিবিয়া ও আফ্রিকায় বর্বরতা চালানো এই যোদ্ধা, রণক্ষেত্রে ছিলেন ত্রাসের নাম। তবে যুদ্ধের ময়দানে নয়, নয় শত্রুর কামান কিংবা গুলির আঘাতে। আশঙ্কা করা হচ্ছে, মস্কোতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

মস্কোতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ অন্তত ১০ জনের। ছবি : সংগৃহীত

মস্কোতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ অন্তত ১০ জনের। ছবি : সংগৃহীত

বুধবার ১০ আরোহী নিয়ে মস্কো থেকে সেন্ট পিটার্বার্গের উদ্দেশ্যে রওনা দেয় প্রিগোজিনের ব্যাক্তিগত উড়োজাহাজ। পথে মস্কোর টিভার অঞ্চলে ধসে পড়ে বিমানটি। এতে আরোহীদের কেউ বেচে নেই, দাবি রাশিয়ার সিভিল এভিয়েশন রেগুলেটর রোজাভিয়েতসিয়ার।

রুশ তদন্তকারী সংস্থার মুখপাত্র সেভেতলানা পেত্রেঙ্কো জানিয়েছেন, মস্কোর টিভার অঞ্চলে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এর ১০ আরোহীর কেউ বেঁচে নেই। প্রত্যেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ সন্ধানে তদন্ত শুরু করেছি আমরা।

Advertisement

ওয়াগনার গ্রুপের নিয়ন্ত্রণাধীন একটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়, নিছক দুর্ঘটনা নয় এটি। পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করায় প্রিগোজিনকে হত্যা করেছে ক্রেমলিন। গুলি করে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে। তবে এর ভিত্তিতে কোন প্রমাণ দেখাতে পারেনি ভাড়াটে বাহিনীটি। অন্যদিকে ক্রেমলিন বলছে, হঠাৎ আগুন লেগে যাওয়াই দুর্ঘটনার কারণ। কোন প্রমাণ না থাকলেও একই সুরে কথা বলছেন পশ্চিমা প্রতিপক্ষরাও। পুতিনকে দায়ী করে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ইউক্রেন।