যেভাবে তারেক রহমানের দরজায় সাঁটানো হয়েছে নোটিশ(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি ,মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ : হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করতে তার বাড়ির সামনে নোটিশ সাঁটানো হয়েছে। বাড়ির সংশোধিত ঠিকানা গুলশান ২ নং রোডের ৮৬ নম্বর সড়কের ৬ নং বাড়িতে নোটিশটি সাটানো হয়েছে।

Advertisement

জানা যায়, ওই ঠিকানায় পাওয়া যায়নি তারেক রহমানকে। তাই নোটিশ টানানো হয়েছে বাসার সামনে। তবে এ নিয়ে কেউ স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় ফিরে এসেছেন হাইকোর্টের সেই কর্মকর্তা।

এদিকে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা মামলাটি বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে শুনানির জন্য উঠে।

এ সময় রিটকারীর পক্ষ থেকে জানানো হয়, রুলের শুনানির জন্য তারেক রহমানের গুলশানের বাসার গেইটে নোটিশ সাঁটানো হয়েছে। দেয়া হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি।

Advertisement

গত ১৮ আগস্ট একটি দৈনিকে এ বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।

২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারি আইনজীবী।

Advertisement

এদিকে তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে দেখা যায়। এছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারী পক্ষকে উল্লেখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।