মিয়ানমারে ১৯ যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, মূলহোতা আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রতিনিধি ,শনিবার, ১৯ আগস্ট ২০২৩ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি ও সেখানে নির্যাতনের ফলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ইসমাইলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৯ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

Advertisement

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।

Advertisement

সেখানে নির্যাতনের ফলে একজনের মৃত্যুর ঘটনায় দুই সহযোগীসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা মো. ইসমাইলকে আটক করা হয়েছে।

তিনি জানান, দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Advertisement