আলতাফ মাহমুদকে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

SHARE

3057সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হওয়ার পর দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ ছাড়াও জাহাঙ্গির কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও রেলমন্ত্রী মুজিবুল হক শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও জাতীয় প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুকের নেতৃত্বে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।