ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),শেরপুর প্রতিনিধি ,বুধবার, ১৬ আগস্ট ২০২৩ : শেরপুরের তামিম তাজ। আর কক্সবাজারের প্রীতর্থী বৈদ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের পরিচয়টা একসময় রূপ নেয় প্রণয়ে, এরপর পরিণয়। ভালোবাসা মানে না পৃথিবীর কোনও ধর্ম তবে বাধ সাধে পরিবার।
Advertisement
বেসরকারি এক প্রতিষ্ঠানের চাকরিজীবী তামিম আর মুসলিম ধর্ম গ্রহণ করা প্রীতর্থী ওরফে তায়েবা রোজার সংসারে তাই নেমে আসে অশান্তি।
প্রণয়ের আগেই ধর্মান্তরিত হওয়ার আগ্রহ ছিল প্রীতর্থীর। পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে জুলাইয়ের ২৫ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে ফুসে উঠে। দুজনের জীবন জেরবার হয়ে ওঠে হুমকি-ধমকিতে। দায়ের করা হয় সাধারণ ডায়েরি।
Advertisement
আতঙ্কিত হয়ে বাবার বিরুদ্ধে মামলা করেন প্রীতর্থী। চ্যানেল-24 কে তিনি বলেন, আমার স্বামী চাকরি করে। সেখানে সে যেতে পারছে না। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, যেখানে পাবে সেখান থেকেই তুলে নিয়ে যাবার, হত্যার।
সোমবার (১৪ আগস্ট) এই দম্পতি হাইকোর্টে আসেন আইনজীবীর সাথে পরামর্শ করতে। সেখানেই তাদের সঙ্গে দেখা মেলে চ্যানেল 24 এর। তারা জানান, আতঙ্কে কাটছে তাদের প্রতিটি ক্ষণ।
তামিম বলেন, প্রীতর্থী বাবা এবং আত্মীয়স্বজনরা মাঝে মধ্যেই ফোন দিয়ে হুমকি দিচ্ছেন। থানার এসআই ফোন করে বলছেন, আপনি থানায় আসেন।
Advertisement
কক্সবাজার পুলিশের ডাকে থানায় যাবেন এ দম্পতি। কিন্তু ভবিষ্যৎ কি হবে তা নিয়ে পুরোপুরি অন্ধকারে এই নবদম্পতি।
5