প্লাবিত পার্বত্য অঞ্চল, বিপর্যস্ত জনজীবন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), চট্টগ্রাম প্রতিনিধি,বুধবার, ০৯ আগস্ট ২০২৩ : চট্টগ্রাম বিভাগের সব জেলাতেই বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে। নতুন নতুন এলাকায় ঢুকে পড়ছে পানি। কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় দেয়াল ধসে মারা গেছেন দুই নারী। পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম ও বান্দরবান জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

পাহাড়ি জনপদ ছাড়াও, দেশের কয়েকটি জেলা পড়েছে বন্যার কবলে। চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন। অনেক সড়কে গাড়ি চলাচল বন্ধ। জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস ও পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন।

বান্দরবানে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলার শহর দুই তৃতীয়াংশ পানির নিচে। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় টানা দুদিন ধরে বিদ্যুৎহীন পুরো জেলা। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। রয়েছে পাহাড়ধসের আতঙ্ক।

Advertisement

বালাঘাটার একটি ছাত্রাবাসে আটকেপড়া ৩৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে দমকলবাহিনী। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অতি বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার।

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

পাহাড়ধস সতর্কতা খাগড়াছড়িতেও। জেলা শহরে ১০টি এবং প্রতি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

Advertisement

মোংলায় গত কয়েক দিনের ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে ৭৫০টি চিংড়ি ঘের। ভেসে গেছে ৩৫ লাখ টাকার বাগদা চিংড়ি।