ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ : বেশ কিছুদিন বৃষ্টির পানিতে চট্টগ্রাম নগরীর বাদুরতলা এলাকা জলামগ্ন। সড়কে জমে থাকার পাশাপাশি বাসাবাড়ি থই থই করছে আবদ্ধ পানিতে । অথচ নগরে খালের মুখ রীতিমতো পানিশূন্য। যেসব খাল দিয়ে পানি নদীতে যাওয়ার কথা সেসব খালে নেই পানি। কিন্তু নগরীতে হাঁটু থেকে কোমর পানি। তাহলে কেন জমে থাকছে পানি? সে উত্তর খুঁজেছে চ্যানেল 24।
Advertisement
নগরী যখন জলামগ্ন তখন মেরিনার্স সড়কে অন্তত তিনটি খালের মুখে পানি প্রবাহ নেই বললেই চলে। এরমধ্যে চাক্তাই খাল ধরে ঘুরে দেখেছে চ্যানেল 24। তাতে, নদীর মুখে পাওয়া গেছে সামান্য পানি প্রবাহ।
খাল ধরে যতটা উপরের দিকে গেছে ততই বেড়েছে পানির পরিমাণ। বাদুরতলা এলাকায় এসে খালের পানি আর বাসাবাড়ির পানি সমতল। অনেকটা স্থবির পানি প্রবাহও।এ নিয়ে ক্ষোভ জানান ভুক্তভুগি এলাকাবাসী।
তারা বলেন, খালের মধ্যে থেকে মাটিই উঠানো হয়নি ফলে রাস্তা ও খাল সমান। তাই বৃষ্টি হলে সড়ক ও বাড়িঘরে পানি উঠে যায়।
Advertisement
খালে বিভিন্ন যায়গায় ব্লক হয়ে যাওয়া খালে পানি প্রবাহিত হচ্ছে না। খাল উঁচা হওয়ায় পানি যাওয়া জায়গা পাচ্ছে না ফলে বাড়ছে জনদুর্ভোগ।
ভূক্তভোগীদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে অনেক খাল প্রশস্ত করা হলেও কিছু জায়গায় ভরাট হয়ে পানি সরছে খুব ধীরে। অনেক নালা থেকেও ঠিকমতো খালে যাচ্ছে না পানি। ফলে দীর্ঘসময় আটকে থেকে জলজটে ভোগাচ্ছে নগরবাসীকে। তবে, প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, যেসব খালে কাজ হয়েছে তাতে, পানি আটকে থাকার সুযোগ নেই।
এ নিয়ে মুঠোফোনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক কর্ণেল মো. শাহ আলী চ্যানেল 24’কে জানান, এলাকায় পানি আটকে আছে খালে পানি নেই, এমন হয় না। তারপরেও যেহেতু জানানো হল আমরা বিষয়টি দেখবো।
Advertisement
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর ৩৬টি খাল দখলমুক্ত ও সংস্কারের কাজ করার কথা। যদিও অর্থ বরাদ্দের অভাবে জমি অধিগ্রহণসহ বেশ কয়েকটিতে কাজই শুরু হয়নি এখনো।