ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাঙামাটি প্রতিনিধি,মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ : ডুবে গেছে রাস্তাঘাট। চারপাশে থই থই করছে বানের পানি। এর মাঝেও আনন্দ উচ্ছ্বাস একটি বাড়ি ঘিরে।
Advertisement
বাড়িটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামে। যেখানে আয়োজন ছিল একটি বিয়ের। বানের পানি পুরো বাড়ি ঘিরে ছিল।
কিন্তু শেষ পর্যন্ত কোনও কিছুই বাধা হতে পারেনি। পানি মাড়িয়ে নৌকায় করে হাজির হন বর আর বরযাত্রী।
এই বিয়ের আয়োজনটি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে ক’দিনের ভারী বর্ষণে প্লাবিত হয় গ্রাম। তবু পেছানো হয়নি অনুষ্ঠান। তাই বানের পানি মাথায় নিয়েই সম্পন্ন হয় সবকিছু।
কনেকেও নেয়া হয় নৌকায় করে। বরের বাড়ি বাঘাইছড়ি সদরে। কনের একই উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামে।
Advertisement
বিয়েতে হাজির ছিলেন ৫ শতাধিক অতিথি। এমন বন্যাকবলিত সময়ে বাঘাইছড়িতে এটাই প্রথম বিয়ে।
বাড়ির নতুন গেইট থেকে পুরো পথ সাজানো হয় ফুলে ফুলে। বৃষ্টিস্নাত পরিবেশেই সুমী আক্তারের সঙ্গে বিয়ে সম্পন্ন হয় বর মোহাম্মদ টিটুর।
বরযাত্রী হয়ে বিয়েতে অংশ নেয়া বরের বন্ধ মো. মামুন বলেন, বিয়ের দিন আগেই নির্ধারণ করা হয়েছিল। তারিখ অনুযায়ী আত্মীয়-স্বজন দাওয়াত করা হয়। কিন্তু গত কয়েক দিনে বৃষ্টিতে কনের বাড়ির আশেপাশ পানিতে ডুবে যায়।
তিনি বলেন, তারিখ পরিবর্তন না করেই বৃষ্টির মধ্যেই বিয়ে আয়োজন শেষ হয়। বরযাত্রী হয়ে বিয়েতে অংশ নিতে পেরে ভালোই লাগছে। এমন বিয়ে স্মরণীয় হয়ে থাকবে।
Advertisement
বর মোহাম্মদ টিটু বলেন, সৃষ্টিকর্তার রহমত এটা। এমন শুভ দিনে বৃষ্টি সৃষ্টিকর্তার দান। সবাই আমাদের জন্য দোয়া করবেন।