চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে মানববন্ধন

SHARE

2011সরকারি চাকরিতে প্রবশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৫ বছর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে জেলা প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী তাদের দাবি সংবলিত বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

জেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাজেরা খাতুন, আফিরিন সুলতানা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজিজুর রহমান, শাহাদৎ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের নানা দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর। এ সময় তারা বাংলাদেশ সরকারের কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৫ বছর করার দাবি জানান।