ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ২৯ জুলাই ২০২৩ : দেশের জনপ্রিয় ব্যান্ড ‘কৃষ্ণপক্ষ’ রিলিজ করেছে তাদের দ্বিতীয় অফিশিয়াল মিউজিক ভিডিও ‘ভাঙা সাইকেল’। আজ শনিবার ( ২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গানটি রিলিজ করা হয়।
‘কৃষ্ণপক্ষ’ ব্যান্ডের মৌলিক গান ‘ভাঙা সাইকেল’। গানটির মিউজিক ভিডিওর কাজ করেছেন রনি শারাফাত। শুটিং ব্যবস্থাপনায় ছিলেন মুঈন আশরাফ।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ’-এর শিক্ষার্থী ফারিহা হোসাইন নীলিমা ও তানভীর আহমেদ। সঙ্গে আরও দেখা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন সুরকে। মডেলদের কস্টিউমস স্পন্সর করেছে দেশের জনপ্রিয় ক্লথিং ব্যান্ড ‘দেশাল’।
জনপ্রিয় ব্যান্ড দলটি তাদের প্রথম গান প্রকাশ করে ‘চান্দের গাড়ি’। ওই গানটি দর্শকপ্রিয়তা পাওয়ার পর ব্যান্ডটি এবার প্রকাশ করল তাদের দ্বিতীয় গান।

প্রকাশিত ‘ভাঙা সাইকেল’ গানটির লিরিক্স, সুর ও কম্পোজিশন ‘কৃষ্ণপক্ষ’ ব্যান্ডের সদস্যদেরই। গানটির মূল ভোকাল ইয়াছির আরাফাত রুবেল। নতুন এ গানটির সংগীতায়োজনে ছিলেন জাহিদ নীরব।
