গুলিস্তানে শান্তি সমাবেশ শেষে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৯ জুলাই ২০২৩ :  রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে শান্তি সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম মো. রেজাউল করিম (২১)। তিনি শেরপুরের নকলার নারায়ণকোটা গ্রামের আব্দুস ছাত্তার ছেলে।

Advertisement

শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত শান্তি সমাবেশ শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাতেই একজন নিহতের খবর নিশ্চিত হলেও জানা যায়নি তার পরিচয়। এ ঘটনায় আহত হয়েছিলেন ৪ জন। এ ঘটনায় আহতরা হলেন মো. রনি (৩২), মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮ ও মো. মোবাশ্বের (১৮)।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া চারজন আহত হয়েছেন এ ঘটনায়।

Advertisement

এদিকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, গুলিস্তানে দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনার কথা জেনেছি আমরা। এতে কয়েকজন আহত হয়েছেন। আর আহত একজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, কোন দল এমন সংঘর্ষ ঘটিয়েছে সে ব্যাপারে নির্দিষ্টভাবে এখনো জানতে পারিনি আমরা।

Advertisement