কানাডায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত

SHARE

2005কানাডার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে ।

স্থানীয় সময় শুক্রবার কানাডার পশ্চিমের প্রদেশ সাসকাচুয়েনের লা লচি কমিউনিটি স্কুলে এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, ওই বন্দুকধারী স্কুলে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। ঘটানস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। স্কুলটিতে ৯০০ শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯০০।