বরগুনায় মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা করায় বাদিকে ৫ বছরের কারাদণ্ড (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরগুনা প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ : বরগুনায় মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করায় বাদির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (২৬ জুলাই) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় দেন। এসময় বাদিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন-বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের শশাতলা গ্রামের জামাল মল্লিকের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

Advertisement

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণ চেষ্টার অভিযোগে ২০১৭ সালের ১০ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বালিয়াতলী ইউনিয়নের শশাতশা গ্রামের মৃত. নুরু সরদারের ছেলে মো. আকরামের বিরুদ্ধে রুমা আক্তার অভিযোগ দায়ের করেন। পরে আদালত মামলাটি বরগুনা থানায় এজাহারের নির্দেশ দেন। পরে তদন্ত শেষে বরগুনা থানার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ৩১ মে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে এ মামলার রায়ে ট্রাইব্যুনাল বাদি রুমা আক্তারকে কারাদণ্ড প্রদান করেন।

Advertisement

 
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মিথ্যা মামলা করলে যে শাস্তি পেতে হয়, ন্যায় বিচারের মাধ্যমে তা আদালতে প্রমাণিত হয়েছে। এমন রায়ের মাধ্যমে কাউকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা কমে আসবে বলেও জানান তিনি।