বেওয়ারিশ হিসেবে দাফন হলো সেই নামপরিচয়হীন বৃদ্ধার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাগুরার মহম্মদপুর প্রতিনিধি, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ : মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন নাম ঠিকানাবিহীন এক বৃদ্ধ নারী।

Advertisement

সকালে মুত্যুর পর বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে বেওয়ারিশ হিসেবে মহম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিন।

গত ৮ জুলাই রাইজিংবিডিতে এ বিষয়ে একটি ভিডিও সংবাদ প্রকাশিত হয়। এসময় মহম্মদপুর উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

এর আগে শুক্রবার (৭ জুলাই) রাতে অজ্ঞাত পরিচয়হীন এই নারীকে কে বা কারা হাসপাতালের সামনের রাস্তায় ফেলে যান।  সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এই নারী চলাফেরার শক্তি হারিয়েছিলেন। তেমন কথা বলতে পারতেন না। শরীরে বাসা বেঁধেছিলো নানা অসুখবিসুখ।

Advertisement

ডা. মকসেদুল মোমিন বলেন, তাকে চুল ছেটে গোসল করিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়েছি। তার স্বাস্থ্য পরীক্ষা করে জন্ডিসসহ বিভিন্ন অসুখ ধরা পড়ে। সাংবাদিক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নাম-পরিচয়হীন ষাটোর্ধ্ব এই নারীর স্বজনদের খোঁজ পেলে যোগাযোগ করার আহ্বান জানানোর পরেও তার পরিচয় মেলেনি। ১৩ দিন ধরে চিকিৎসা চললেও তাকে আর বাঁচানো যায়নি।

ডা. মকসেদুল মোমিন জানান, যতদুর জানা গেছে তিনি একজন মুসলিম মহিলা। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে গোসল এবং কাফনের কাপড়সহ দাফনের আনুসাঙ্গিক সব ব্যবস্থা গ্রহণ করা হয়।  তার কোনো আপনজন না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে মহম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে (পূর্ব নারায়ণপুর) গতকাল (বৃহস্পতিবার) বিকেলে দাফন করা হয়।

Advertisement