গুজব ছড়িয়ে গণপিটুনিতে রেনু হত্যা: বিচার শেষ কবে? (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ : চার বছর আগে রাজধানীর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করার খোঁজখবর নিতে গিয়ে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার হয়ে নিহত হন তাসলিমা বেগম রেনু নামে এক নারী। তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সর্বত্র নিন্দার ঝড় ওঠে। দাবি ওঠে দৃষ্টান্তমূলক সাজার। এ ঘটনায় অজ্ঞাত পাঁচশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট এবং অপ্রাপ্তবয়স্ক দুই জনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন। কিন্তু মামলার বিচার চার বছরেও শেষ হয়নি। তবে রাষ্ট্রপক্ষ বলছে, সাক্ষীরা নিয়মিত আসলে এ বছর মামলার বিচার শেষ হবে।

Advertisement

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে ১৩ জনের মামলাটি বিচারাধীন। সর্বশেষ গত ১৫ জুন এ মামলায় এক ম্যাজিস্ট্রেট ও দুই তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেন। আগামী ২৪ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। এদিকে দুই শিশুর মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত বিচারাধীন। বৃহস্পতিবার (২০ জুলাই) মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য রয়েছে।

Advertisement

মামলা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, আসামিরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এরা সমাজের শত্রু। এদের কঠিন সাজা হওয়া উচিত। আমরা সেই লক্ষ‌্যে কাজ করে যাচ্ছি। নিয়মিত সাক্ষী আসলে এই বছরই মামলার বিচার কাজ শেষ হবে। এ মামলার বিচার শেষে দোষীদের সর্বোচ্চ সাজা হবে বলে প্রত্যাশা করছি।

মামলার বাদী সৈয়দ নাসির উদ্দিন টিটু বলেন, মামলাটির সাক্ষ্যগ্রহণ দ্রুত চলছে। আশা করছি, দ্রুত বিচার শেষ হবে। আসামিদের দৃষ্টান্তমূলক সাজা হবে। যা বিশ্ব দেখবে। এমন একটা বিচার হবে যার বার্তা হবে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। সমাজ, দেশ, বিশ্বের পরিবর্তন হবে।

Advertisement

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।