ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ১৬ জুলাই ২০২৩ :ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত জীবনের বৈরিতা ছাপিয়ে এখন সুসময়ই যাচ্ছে তাদের। গতকাল (১৫ জুলাই) একটি ভিডিওতে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এবার একসঙ্গে জন্মদিন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই দুই তারকা।
Advertisement
শাকিব খান ও অপু বিশ্বাসকে ফের একসঙ্গে দেখা গেল নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে।এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ অঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান সামাজিকমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল শাকিব-অপুকে।
Advertisement
জানা গেছে, নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান ও অপু বিশ্বাস জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?
Advertisement
এর আগে শুক্রবার (১৪ জুলাই) সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাকডোনাল্ডে যান শাকিব-অপু। সেখান থেকে বের হয়ে গাড়িতে ওঠার একটি ভিডিও ক্লিপ গতকাল নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।