আ.লীগের শান্তি সমাবেশ চলছে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,বুধবার, ১২ জুলাই ২০২৩ : রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। সমাবেশে বক্তব্য রাখবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement

বুধবার (১২জুলাই) বিকেলে এ সমাবেশ শুরু হয়।

এর আগে দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর শাখার নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হতে দেখা যায়। এছাড়া রাজধানীর আশেপাশের উপজেলা থেকেও স্থানীয় নেতারা কর্মীদের নিয়ে সমাবেশে এসে যোগ দেন।

Advertisement

আওয়ামী লীগ মহানগর শাখার সমাবেশ হলেও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন। এখন পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন।

Advertisement

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এখন পর্যন্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনিবাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন।