ব্যাংকিং মেলার লোগোর কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার এই পরিবর্তন আনার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান।
তিনি টেলিফোনে জাগো নিউজকে বলেন, নতুন লোগো অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কথা বলবে।
জানা গেছে, আগামী ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর বাংলা একাডেমিতে এই মেলা হবে।
এএফএম আসাদুজ্জামান বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যাংকিং মেলার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই মেলার মাধ্যমে যারা ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন, এমন ব্যক্তিরা নতুন করে ব্যাংকিং সেবার মধ্যে আসবেন।
তিনি বলেন, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ ফি থাকছে না। দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
আসাদুজ্জামান আরো বলেন, ইতোমধ্যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেষ দেয়া হয়েছে প্রযুক্তি নির্ভর হয়ে মেলায় অংশ নিতে প্রস্তুতি নিতে।
গভর্নর ড. আতিউর রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আসাদুজ্জামান।