ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি , শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ : জমে উঠেছে ঢাকা-১৭ আসনের উপ নির্বাচন। ভোটারদের দারে দারে ছুটছেন প্রার্থীরা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চলছে জোর প্রচারণা। উপনির্বাচন হলেও নির্বাচনী এলাকায় প্রার্থীদের আয়োজনের কমতি নেই। মূল সড়ক থেকে অলিগলি পোস্টারে সয়লাব। চলছে বিরামহীন প্রচার।
Advertisement
বৃহস্পতিবার প্রচারে নেমে নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। আরেক প্রার্থী হিরো আলমের দাবি, হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের কর্মীরা।
মূলত বস্তি এলাকাগুলো টার্গেট করে প্রচার চালাচ্ছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার সাততলা বস্তিতে গিয়ে বাধার মুখে পড়লেও বৃহস্পতিবার নির্বিঘ্নেই প্রচার চালান ভাসানটেক বস্তিতে।
হিরো আলমের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই বুধবার তার উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে তিনি অভিযোগও জানিয়েছেন।
তিনি বলেন, এরা ক্ষমতাশালী দল। এদের ব্যবস্থা করবে না। আমরা কোনো অন্যায় করলে এতক্ষণ আমাদের ব্যবস্থা করবো। কালকে আওয়ামী লীগের লোকজন হামলা করেছেন। আপনারা সবাই দেখেছেন।
Advertisement
\
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বৃহস্পতিবারের প্রচার শুরু করেন পল্লবীর কালীবাড়ি এলাকা থেকে। বলেন, সরকারের মেয়াদের শেষ সময়ের এই উপনির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। তাই, ভোটারদের কেন্দ্রে আনাটাই তার মূল চ্যালেঞ্জ।
মোহাম্মদ এ আরাফাত বলেন, নির্বাচনটা স্বল্প সময়ের জন্য। সেকারণে ভোটারদের মধ্যে, অনেকের ক্ষেত্রে অনাগ্রহ থাকতে পারে। ভোটারদেরকে আগ্রহী করে তোলার চেষ্টা করছি আমরা।
হিরো আলমের প্রচারে হামলার ব্যাপারে তিনি বলেন, কে বা কারা ওই হামলা করেছে তা তদন্ত করে দেখতে হবে। সব প্রার্থী যেন সমানভাবে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে ইসির প্রতি দাবি জানান তিনি।
Advertisement
\
মোহাম্মদ এ আরাফাত বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন করার অধিকার সবার আছে। সবার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আমরা যেহেতু সুন্দর, স্বচ্ছ নির্বাচন করতে চাই। আমাদের সবার কাছে আবেদন থাকবে, সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে এই ধরনের কর্মকাণ্ড যেন আমরা না করি।
তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে। ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এরপর ১ জুন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।