ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ :, জমে ওঠেছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। শুনছেন তাদের নানা অসুবিধার কথা। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। অন্যদিকে আশরাফুল আলম ওরফে হিরো আলম এ উপ-নির্বাচনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
প্রার্থীরা যখন প্রচারণায় ব্যস্ত তখনই বুধবার (৫ জুলাই) নিজের ওপর হামলার অভিযোগ এনেছেন হিরো আলম।
Advertisement
তিনি দাবি করেছেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় মহাখালী এলাকার সাততলা বস্তিতে একদল নারী তার ওপর হামলা করেছে।
হিরো আলমের ওপর হামলাকারীরা কোন দলের সেটি তদন্ত ছাড়া বলা যাবে না। তবে অনুপ্রবেশকারী হতে পারে। দলে অনুপ্রবেশকারী রয়েছে, যারা আওয়ামী লীগের নাম খারাপ করতে চায়। কোনো প্রার্থীর ওপরই হামলা সমর্থন করি না।
তিনি বলেন, সবাইকে আহ্বান করব কেউ যাতে কারো ওপর হামলার মনোভাব না রাখে।
Advertisement
আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী আরও বলেন,
আওয়ামী লীগের জয় নিয়ে শঙ্কা নেই। ভোটার উপস্থিতি যত বাড়বে, আওয়ামী লীগের মার্কায় তত ভোট পড়বে। নির্বাচন করার সাংবিধানিক অধিকার সবার রয়েছে। যারা নির্বাচন করছে সবাইকে স্বাগত জানাই।
এর আগে, বুধবার হামলার অভিযোগ তুলে হিরো আলম জানান, নির্বাচনী প্রচারণার জন্য মহাখালীর সাততলা বস্তিতে যাওয়ার সময় ২০ থেকে ২৫ জন নারীর একটি দল তাকে বাধা দেন। তখন বাধা এড়িয়ে বস্তিতে ঢোকার চেষ্টা করলে কয়েকজন তার ওপর হামলা চালালে তিনি আইসিডিডিআরবিতে আশ্রয় নেন।
সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণার সময় মহিলা গুণ্ডারা আমার ওপর হামলা চালায়। তারা সবাই আওয়ামী লীগের লোক। আমি এই হামলার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাব।
Advertisement
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে ভোটগ্রহণ।