সৌদি আরবে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ :ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আফরান নিশো ও তমা মির্জার চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। বিষয়টি চূড়ান্তও হয়েছে। সেখানে ‘সুড়ঙ্গ’ মুক্তি দিচ্ছে কলকাতার প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ। ইতিমধ্যে তারা আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে।

Advertisement

সেন্সর পর্ব সম্পন্ন হলেই জানানো হবে মুক্তির তারিখ।

 

এদিকে নতুন খবর হলো, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাত দেশে মুক্তি পাবে চলচ্চিত্রটি। বিষয়টি জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

সোমবার (৩ জুলাই) খবরটি দিলেন ‘সুড়ঙ্গ’র প্রযোজক শাহরিয়ার শাকিল।

এদিন বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সাতটি দেশে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

 

শাহরিয়ার শাকিল বলেন, “সম্ভবত এই প্রথম সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের কোনো সিনেমা মুক্তি পাবে। যেহেতু দেশটির সরকার অনুমতি দিয়েছে, আমরা তাই সেখানে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্যের মোট সাতটি দেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে।

Advertisement

বাংলাদেশি তথা বাংলাভাষী মানুষের জন্য ছবিটা বানানো। এটি এমনভাবে বানানো যে বাংলাদেশের মানুষ যেমন পছন্দ করবে, আবার ওপার বাংলার মানুষও কানেক্ট করতে পারবে। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রিভিউয়ারের কাছ থেকে উৎসাহ পাচ্ছি।”