জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৬৭ রানের বড় সংগ্রহই করেছিল বাংলাদেশ। ম্যাচ শেষে জয়ও পেয়েছে ৪২ রানের বড় ব্যবধানে। কিন্তু তারপরও ম্যাচ শেষে ব্যাটিং নিয়ে অতৃপ্তির কথা জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। কারণ সেদিন টাইগাররা তুলে নিতে পারেননি প্রয়োজনীয় সিঙ্গেল। তাই পরের ম্যাচে সিঙ্গেল নেবার দিকে মনযোগী হবেন বলে জানান দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার।
মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সৌম্য বলেন, ‘সিঙ্গেল নিয়ে আমি চিন্তা করেছি। একটা ওভারে যদি চার চলে আসে তাহলে তার সঙ্গে একটা সিঙ্গেল হলে এক রান বাড়ে। স্ট্রাইক রেটও বাড়ে। শেষ ম্যাচে সিঙ্গেলটা কম নিতে পেরেছি। ডট বলও বেশি খেলছি। চেস্টা করবো সামনের ম্যাচে সিঙ্গেলের উপর বেশি মনযোগ দিয়ে বাকি বলটা কিভাবে কভার করা যায়।’
একটি ডট বল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১২০ বলের খেলায় অনেক প্রভাব ফেলে। তার মধ্যে গত ম্যাচে মোট ৪৫টি ডট বল খেলেছিল বাংলাদেশ। প্রথম ছয় ওভারে ছয়টি চার এবং ২টি ছক্কা হওয়া সত্ত্বেও রান হয়েছিল মাত্র ৪৬। তাই ডট বল কমিয়ে সিঙ্গেল বের করার প্রতি নজর দিচ্ছেন সৌম্য।
সে ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ৪৩ রান করেছিলেন সৌম্য। কিন্তু ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের কাছে এসেও এই মাইলফলক অর্জন না করতে পারার আক্ষেপ কতটুকু কাজ করে জানতে চাইলে বলেন, ‘আক্ষেপ তো সবারই থাকে। এখন হয়তোবা লাগছে না। কিন্তু ভবিষ্যতে গেলে হয়তো লাগবে। পিছে তাকাব তখন আমার ক্যারিয়ারে কি হয়েছিল। এখন এসব নিয়ে চিন্তা করছি না যেটা চলে গিয়েছে। সামনের গুলোতে যদি সুযোগ পাই চেস্টা করবো সেগুলো পূর্ণ করার জন্যে।’
উল্লেখ্য, বুধবার একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।