ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,সোমবার, ০৩ জুলাই ২০২৩ : কক্সবাজার সমুদ্র সৈকতে বেওয়ারিশ গরুর বিচরণ নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন। এতে প্রতিদিন অস্বস্তিতে পড়ছেন ভ্রমণপিপাসুরাও। আর বালিয়াড়িতে যত্রতত্র এগুলোর উচ্ছিষ্ট আর অবাধ দৌড়াদৌড়িতে আতঙ্কিত হচ্ছেন তারা। এ অবস্থায় এ সৈকতে যেন গরুর পেছনেই ছুটতে হচ্ছে প্রশাসনকে!
Advertisement
রোববার (০২ জুলাই) বিকেলে সাগরপাড়ে বিচরণকালে আটক করা হয়েছে বেওয়ারিশ ৪টি গরু। এগুলোকে আটক রাখা হয়েছে তথ্য ও অভিযোগ কেন্দ্রে।
বিশ্বের দীর্ঘতম এ সৈকতে প্রতিদিনই আসে হাজার হাজার পর্যটক। কিন্তু এমন জায়গায় অবাধে বিচরণ করছে বেওয়ারিশ গরু।
সৈকতের একটি-দুটি পয়েন্ট নয়, প্রায় প্রতিটিতেই অবাধে বিচরণ করছে এগুলো। আর বালিয়াড়িতে যত্রতত্র পড়ে থাকছে উচ্ছিষ্ট। তার ওপর এগুলোর অবাধ দৌড়াদৌড়িতে আতঙ্কগ্রস্ত হচ্ছেন পর্যটকরা।
সৈকতের লাবণী পয়েন্টে রোববার বিকেলে এসব বেওয়ারিশ গরুর বিচরণ চোখে পড়ে প্রশাসনের। সঙ্গে সঙ্গে এগুলোকে ধরতে নামিয়ে দেয়া হয় বিচকর্মীদের। কিন্তু ধরা যাচ্ছিল না কোনোভাবেই। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় ৪টিকে ধরতে সক্ষম হন বিচকর্মীরা।
Advertisement
মশিউর নামে এক বিচকর্মী বলেন, ‘পর্যটন এলাকায় অবাধে গরু বিচরণ করছে। তাই স্যারের নির্দেশে এগুলোকে ধরতে কাজ করছি।’
আরেক কর্মী আছান উল্লাহ বলেন, ‘সৈকতে গরুর অবাধ বিচরণের কারণে পর্যটকদের সমস্যা হচ্ছে। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক এখন কক্সবাজারে। সৈকতে বেড়াতে এসে অনেকেই পড়ছেন অস্বস্তিতে। গরুর দৌড়াদৌড়িতে অনেক শিশু আহতও হচ্ছে। অনেক গরু ছিল, এর মধ্যে ৪টিকে আটক করা গেছে।’
গত বছরও সমুদ্র সৈকতে গরুর বিচরণ ঠেকাতে জরুরি বৈঠক করেছিল প্রশাসন। সেবার বেশ কয়েকটি গরু ধরে নিলামেও দেয়া হয়। কিন্তু সম্প্রতি আবারও সৈকতে বেওয়ারিশ গরুর বিচরণ বেড়ে গেছে। বিষয়টি এবারও আসে প্রশাসনের নজরে। এরই মধ্যে ধরা বেওয়ারিশ গরুগুলো আটক রাখা হয়েছে তথ্য ও অভিযোগ কেন্দ্রে। প্রশাসন বলছে, গরুর মালিক পাওয়া গেলে তাদের জরিমানা করা হবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, ‘সৈকত এলাকায় গরুর অবাধ বিচরণে পর্যটকরা হয়রানির সম্মুখীন হচ্ছেন। আর এখন সৈকত এলাকায় বেওয়ারিশ গরুর বিচরণও বেড়ে গেছে। তাই এরই মধ্যে কয়েকটি গরু ধরে আটকে রাখা হয়েছে। এসব গরুর মালিক পাওয়া গেলে তাদের জরিমানা করা হবে। পরবর্তীতে এ ব্যাপারে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে, কীভাবে সৈকত এলাকায় গরুর বিচরণ বন্ধ করা যায়।’
Advertisement
তিনি আরও বলেন, ‘গত বছর এক বিদেশি নারী পর্যটক সৈকতে গরুর উৎপাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে। সেটি ভাইরাল হওয়ায় বিশ্বের দীর্ঘতম এ সমুদ্র সৈকতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠেছিল।