পাকিস্তানের পেশওয়ার প্রদেশের কাছে একটি নিরাপত্তা তল্লাশিতে বোমা বিস্ফোরণে সাংবাদিক সহ ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২২ জন। মঙ্গলবার সকালের দিকে পেশওয়ারের কারখানো মার্কেটের কাছে ওই বিস্ফোরণ ঘটেছে। খবর ডন, এক্সপ্রেস ট্রিবিউন।
স্থানীয় কর্মকর্তারা জানান, পেশওয়ারের কারখানো মার্কেটের পাশে একটি নিরাপত্তা তল্লাশিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিক সহ ১০ জনের নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মকর্তা রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
খাইবার অ্যাজেন্সির অ্যাজেন্ট শাহাব আলি শাহ বলেন, বিস্ফোরণের ধরণ দেখে প্রাথমিকভাবে এটি আত্মঘাতী ছিল বলে ধারণা করা হচ্ছে। খাসাদার নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশ্য করে ওই হামলা চালানো হয়েছে। খাইবার প্রদেশ আফগান সীমােন্তের কাছের একটি শহর। অতীতে এই শহরটিতে সশস্ত্র জঙ্গিদের আস্তানা গড়ে উঠেছিল।