ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ২৮ জুন ২০২৩ : বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো জানিয়েছেন, ওগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোশিন এখন বেলারুশে রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বেল্টার বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
Advertisement
প্রিগোশিনের ওপর নজর রাখছেন বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেংকো। তিনি বলেছেন, তার নেতৃত্বে রাশিয়ায় ওগনার বাহিনী যে ঘটনা ঘটিয়েছে বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন।
Advertisement
এর আগে খবর আসে যে ওগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোশিন বেলারুসের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। প্রিগোশিনের সঙ্গে সম্পর্কিত একটি জেট করে গ্রিনিচ মান সময় ৪টা ৩৭ মিনিটে মিনস্কে অবতরণ করে বলে মনে করা হচ্ছে। তবে ঐ যুদ্ধবিমানে প্রিগোশিন ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেন যুদ্ধে রুশ সহযোগী বাহিনী ওগনার গ্রুপের বিদ্রোহের পর তাদের সঙ্গে ক্রেমলিনের যে সমঝোতা হয়, তার শর্ত অনুযায়ী প্রিগোশিনকে বেলারুশে যেতে দেয়ার কথা ছিল।
Advertisement
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদ্রোহের অবসানের জন্য যে চুক্তি হয়েছিল, তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় তার দেওয়া কথা রক্ষা করেছেন।
সেই সঙ্গে পুতিন এমন বিদ্রোহ পরিহারের জন্য ওয়াগনারপ্রধানের প্রশংসা্ও করেছেন।