প্রতীক পেলেন হিরো আলম (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,সোমবার, ২৬ জুন ২০২৩ : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক পেয়েছেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এর আগেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকে নির্বাচন করছেন তিনি।

Advertisement

সোমবার (২৬ জুন) নির্বাচন কমিশন থেকে তাকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। তার আগে নির্বাচন কমিশনের কাছে একতারা প্রতীক চান হিরো আলম।তিনি বলেন, আমি বগুড়ার নির্বাচনে একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। তাই আমি ঢাকা-১৭ আসনে নির্বাচনে একতারা প্রতীক চেয়েছি। আশা করছি এ প্রতীক পেয়ে যাব। আমি যতটুকু জেনেছি আর কেউ এই প্রতীক চাননি।

Advertisement

অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সেই আসনে উপনির্বাচনের লক্ষ্যে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বাছাইয়ের পর হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়ন বৈধতা দেন নির্বাচন কমিশন।

Advertisement

স্বতন্ত্র এই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতের (মোহাম্মদ এ আরাফাত)।

অন্যান্য প্রার্থীরা প্রতীক পেয়েছেন যথাক্রমেঃ
১. মোহাম্মদ আলী আরাফাত (আওয়ামী লীগ) – নৌকা
২. কাজী রাশেদুল হাসান (জাকের পার্টি) – গোলাপ ফুল
৩. মো. আক্তার হোসেন (সাংস্কৃতিক মুক্তিজোট) – ছড়ি
৪. রেজাউল ইসলাম স্বপন ( বাংলাদেশ কংগ্রেস) – ডাব
৫. শেখ হাবিবুর রহমান ( তৃণমূল বিএনপি) – সোনালি আঁশ
৬. সিকদার আনিসুর রহমান ( জাতীয় পার্টি)  – লাঙল

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই।