ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চুয়াডাঙ্গা প্রতিনিধি ,বুধবার, ২১ জুন ২০২৩ : নিহত ইস্রাফিলের ভাই জানান, জমি নিয়ে বিরোধ মীমাংসার পর থানা থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষ নজরুল, ওহাব ও লিয়াকত তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। একপর্যায়ে নাতিসহ তাকে মারধর করে। ঠেকাতে গেলে ইস্রাফিলকে কিল-ঘুষি দেন ভাইস চেয়ারম্যান শহিদুল।
Advertisement
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে দামুড়হুদা মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ইস্রাফিল মোল্লার বাড়ি উপজেলার পীরপুরকুল্লা গ্রামে। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দামুড়হুদা উপজেলার ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে তাকে প্রধান আসামি করে ছয়জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের নাতি আল আমিন।
নিহত বৃদ্ধের চাচাতো ভাই নস্কর আলী মোল্লা জানান, ইস্রাফিলের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলাম, আব্দুল ওহাব ও লিয়াকত আলীর জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলেছিল। বিষয়টি নিয়ে ইস্রাফিল ও নজরুলরা দামুড়হুদা মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়। মীমাংসার জন্য শুক্রবার দুপুরে দুই পক্ষকেই থানায় ডাকেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
Advertisement
তিনি আরও জানান, মীমাংসায় নজরুলদের পক্ষ নিয়ে যান উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট আবু তালেব। কাগজপত্র যাচাই-বাছাই শেষে ইস্রাফিলদের পক্ষে সিদ্ধান্ত দেয়া হয়।
তিনি বলেন, ‘থানা থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষ নজরুল, ওহাব ও লিয়াকত আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। একপর্যায়ে আমাকে ও আমার নাতি আল আমিনকে মারধর করে। ঠেকাতে গেলে ইস্রাফিলকে মারধর করেন শহিদুল।
‘শহিদুলের কিল-ঘুষিতে ইস্রাফিল রাস্তার ওপর পড়ে যান। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মোহাম্মদ আসিফ জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান ইস্রাফিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
Advertisement
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, বৃদ্ধ হত্যার ঘটনায় শহিদুলকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে রাখা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।