সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুর অডিও ভাইরাল (অডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি ,বুধবার, ২১ জুন ২০২৩ :জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর একটি অডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে।

Advertisement

২৬ সেকেন্ডের এই অডিও রেকর্ডে সাধুরপাড়া ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত মাহমুদুল আলম বাবুকে বলতে শোনা যায়, ‘নাদিম সাংবাদিককে আমি মনে করব, এদের জন্য দায়-দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। নাদিম সাংবাদিককে ঠিক করতে ১ মিনিটের বিষয়। আমি যামু ওরে শাসন করতে, আমার যদি উপজেলা আওয়ামী লীগ হাউ হাউ করে হাসে যে, বাবু বিপদে পড়ছে পড়ুক।

জানা গেছে, বাবু ওই বক্তব্যটি উপজেলা আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ মিটিংয়ে দিয়েছিলেন।

অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করে নাদিমের সহকর্মী সাংবাদিক ইমদাদুল হক লালন বলেন, ‘ভাইরাল হওয়া অডিওটির কণ্ঠ মাহমুদুল হক বাবুর। নাদিমকে হামলার আগে তিনি আওয়ামী লীগের দলীয় অফিসে বসে এ বক্তব্য দিয়েছিলেন।’

Advertisement

প্রসঙ্গত, গত বুধবার বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। তিনি ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’- এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একইসঙ্গে ‘একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।

Advertisement

এরপর গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।