ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,মঙ্গলবার, ২০ জুন ২০২৩:বোরকা পরে ও কোলে শিশু নিয়ে স্নেহময়ী মায়ের ছদ্মবেশে জনারণ্যে পকেট কেটে ও ব্যাগ থেকে চুরি করা নারী পকেটমার ও তাদের মহাজনদের গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের বৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযান পরিচালনা করে পিলখানা রোডস্থ (আজিমপুর রোড) ভিকারুননিসা নুন স্কুল অ্যন্ড কলেজ (আজিমপুর শাখা) এর মেইন গেটের বিপরীত পার্শ্বে ও শাহবাগ থানাধীন গুলিস্থান থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চল্লিশটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Advertisement
গ্রেপ্তাররা হলেন- মো. মাহাবুব হোসেন (৩২), মো. মোক্তার হোসেন (৪০), রফিকুল ইসলাম (৪২), মো. ইমরান হোসেন (২০), বর্ষা আক্তার মীম (২২), সুমি আক্তার প্রিয়া (২৩), শাবনুর (২৭), আলেয়া আলো (২১), সাথী আক্তার (২৬), ছৈয়দ হালদার (৪০), মো. আশরাফ ঢালী (৩৮), মো. জাকির হোসেন (৩৯), মোছা. ছকিনা বেগম (৪৩), সুজনা আক্তার ওরফে রুশকিনা (২৬), মোসা. তানিয়া খানম (২৭) ও তাসলিমা খাতুন (৩৭)।
Advertisement
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা একটি অভ্যাসগত ও সংঘবদ্ধ চোর দলের সদস্য এবং দীর্ঘদিন যাবত ঢাকা মহানগরের নিউমার্কেট, আজিমপুর বাসষ্ট্যান্ড, গুলিস্থান, গোলাপশাহ মাজার, ফুলবাড়ীয়াসহ স্কুল-কলেজ, মার্কেটে ও হাসপাতালে বিশেষ কৌশলে ভ্যানেটি ব্যাগ বহনকারী নারীদের ব্যাগের চেন খুলে এবং পুরুষদের শার্ট প্যান্টের পকেট থেকে মোবাইল ও নগদ টাকা চুরি করতেন। চোরাই মোবাইল বিক্রি করে চোরদের মধ্যে টাকা ভাগ করে দেওয়া হতো।